উপজেলা ভূমি অফিসের দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে জনগণের চাহিদার উপর নির্ভর করে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে কর্ণফুলী উপজেলায় E-mutation কার্যক্রম গ্রহন করা হয়েছে। যার ফলে এখন সেবা প্রার্থীগণ সহকারী কমিশনার (ভূমি) অফিসে এসে online এর মাধ্যমে সেবা গ্রহন করতে পারবে। ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের E-mutaiton বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া অব্যাহত রয়েছে। বিগত 03 বছরে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ভূমি উন্নয়ন করের ১০০% দাবী আদায় করা হয়েছে যার পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ ২০ হাজার ৬ শত ১৮ টাকা এছাড়া ও সংস্থা খাতে ৩৬ লক্ষ ৯০ হাজার ১৫ টাকা ভূ.উ.ক আদায় করা হয়েছে। বিগত ০১ বছরে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অর্পিত সম্পত্তি হতে ১০০% এর বেশী লিজমানি আদায় সম্ভব হয়েছে। বিগত ০৩ বছরে ০.৮০ একর জমি ৪০ জন ভূমিহীন কৃষক পরিবারের মধ্যে বরাদ্দ দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস